এম বেলাল হোসাইন : পৃথক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও কমপক্ষে ১০জন জখম হয়েছে। শুক্রবার সকালে ও বিকেলে সাতক্ষীরা- যশোর সড়কের লাবসা পলিটেকনিক কলেজ মোড় ও বেতলার মোড়ে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা পঙ্গু হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম শামীমা খাতুন (২৩)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার রামনগর গ্রামের এনজিও কর্মী মনিরউদ্দিনের স্ত্রী।
মনিরউদ্দিন জানান, তিনি তার স্ত্রী ও এক বছরের কণ্যা পাখীকে নিয়ে মোটর সাইকেলে যশোরের শ্বশুর বাড়ি থেকে শুক্রবার বিকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিকেল ৫টার দিকে তারা যশোর- সাতক্ষীরা সড়কের লাবসা পলিটেকনিক কলেজ মোড় পার হলে একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় পিছনে বসে থাকা তার স্ত্রী শামিমা বাচ্চাসহ পড়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাদের শিশু কন্যা সুস্থ রয়েছে।
অপরদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে হেলালউদ্দিন (২২) জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর টার্মিনাল থেকে যাত্রীবাহি বাসে(ঢাকা মেট্রো-ব-০২-০৫০৩) ওঠেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরতলীর বেতলার মোড়ে এসে চালক ঘুমন্ত অবস্থায় বাসটিকে ডান দিকের একটি গাছের সঙ্গে সজোরে লাগিয়ে দেন। এতে দুর্ঘটনা কবলিত হয়ে কমপক্ষে ১০ যাত্রী জখম হন। ফায়ার সার্ভিসের একটি টিম এসে বাস কেটে পাটকেলঘাটার খালিয়া গ্রামের নূর ইসলামের মেয়ে রিক্তা (১৭), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ফারজানা খাতুন (১৮), সদর উপজেলার গোপীনাথপুরের আমিনুল ইসলামের স্ত্রী আছিয়া খাতুন (৩১), আশাশুনি উপজেলার গুনাগারকাটি গ্রামের সুলতান সরদারের ছেলে আবুল কালাম (৩৫) ও তাকেসহ কমপক্ষে ১০ জনকে বের করেন। এর মধ্যে রিক্তার দু’ পা কেটে বাদ দিতে হবে বলে জানান তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস চালক জানান, দুর্ঘটনা কবলিত বাসটির মালিক কালিগঞ্জের। ঈদ উপলক্ষে চালক দু’দিন না ঘুমিয়ে ট্যাবলেট খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পরিমল কুমার বিশ্বাস জানান, রিক্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-১০
পূর্ববর্তী পোস্ট