মিয়ানমারের সেনাবাহিনী এবং সে দেশের উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের বিরুদ্ধে একদিনেই ১৩০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পৃথক দুই সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ওই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার খবর জানিয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভিযান শুরুর পর থেকে গেল এক সপ্তাহে উত্তর-পশ্চিম রাখাইন রাজ্যে ৪শ জন নিহত হয়েছে। মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের সেনাবাহিনী নিহত ৪শ জনের মধ্যে ৩৭০ জনকে সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। তবে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাথেংডাংয়ে একদিনেই শতাধিক বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে।
এবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত রবিবার গ্রামবাসীসহ সমগ্র রাথেডাং-এর চাট পিং গ্রামকে ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। এটা ছিল খুব বড় ধরনের এক তাণ্ডব। আরাকান প্রজেক্ট প্রেশার গ্রুপ-এর পরিচালাক ক্রিস লেওয়া। এবিসি নিউজকে তিনি বলেছেন, ‘যতোদূর জানি নিশ্চিত প্রাণ হারানো মানুষের সংখ্যা প্রায় ১৩০ জন।’
চাটহাম হাউসে’স এশিয়া প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো চারু লতা হগ। তিনি এবিসি নিউজকে বলেছেন, ‘রাখাইনে প্রবেশাধিকার খুবই সংরক্ষিত। অনিরাপদ পরিস্থিতি থেকে বাঁচতে পুরুষ-নারী-শিশুরা প্রাণপণ ছুটছেন।’
এক মানবাধিকার সংস্থা এবিসি নিউজকে একটি ভিডিও সরবরাহ করেছে। সরবরাহকৃত ভিডিওতে ১০ থেকে ২০টি মরদেহ পুড়তে দেখা যায়। একজনকে বলতে শোনা যায়, কমপক্ষে ১৩৫ জন সেখানে নিহত হয়েছেন।
চাট পিং গ্রামে রোহিঙ্গা তাণ্ডবের সেই ভিডিও দেখুন এই লিঙ্কে:
http://www.abc.net.au/news/2017-09-01/reports-of-villagers-slaughtered-in-myanmar/8864640
এবিসি নিউজ জানিয়েছ, রাখাইনে মিডিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় তাদের পক্ষে ওই ভিডিওটি কিংবা প্রাণহানির প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
গত বছর অক্টোবরের সামরিক অভিযানের পর থেকে বিভিন্ন মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন তথ্যপ্রমাণের মধ্য দিয়ে দেখিয়েছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনযজ্ঞ জারি রয়েছে। সেখানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মনে করে তারা। সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে সেনা মোতায়েন শুরু হতেই রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সবশেষ রয়টার্স-গার্ডিয়ানের শুক্রবারের যৌথ প্রতিবেদনে ৩৮,০০০ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার খবর প্রকাশিত হয়েছে।