আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার মধ্যম একসরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য মোঃ শওকত হোসেন। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য আলমগীর হোসেন, দবির উদ্দিন শিকারী, হারুন শিকারী, ইউসুফ আলী সানা, মিকাঈল গাজী, মাষ্টার ধ্রুব কুমার দাশ, শহিদুল্লাহ গাজী ও মাদরাসার সুপার মাওঃ আবু ইয়াহিয়া উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেওয়ায় ইউপি সদস্য শওকত হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
আশাশুনির মধ্যম একসরা মাদ্রাসার সভাপতি শওকত
পূর্ববর্তী পোস্ট