আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি-১৭ এর ৫ম পর্বের আওতায় মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল হান্নান। উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক আব্দুল কাদের, আশাশুনি সরকারি কলেজেন ভরিপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ ও ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণের জন্য নির্বাচিত এক হাজার সুবিধাভোগি অংশ গ্রহন করে। এরপর ৫টি ভেন্যুতে সকাল ও বিকাল দু’শিপটে পৃথক পৃথক ভাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আশাশুনিতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণ উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট