প্রথম ইংলিশ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
১২৯ টেস্টে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ৫০১। উইকেটের বিচারে তার ওপরে রয়েছেন মুত্তিয়া মুরলিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), অনিল কুম্বলে (৬১৯), গ্লেন ম্যাকগ্রাথ (৫৬৩) ও কোর্টনি ওয়ালশ (৫১৯)।
ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ডারসনের পেছনে রয়েছেন তার নতুন বলের সঙ্গী স্টুয়ার্ট ব্রড, ১০৯ টেস্টে ৩৮৬ উইকেট এবং এরপরই স্যার ইয়ান বোথাম ১০২ টেস্টে ৩৮৩ উইকেট।
বৃষ্টি বিঘ্নিত টেস্টে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা অলআউট হয় মাত্র ১২৩ রানে। জবাবে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৯৪ রানে। ৭১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৩ রান তুলেছে ক্যারিবীয়রা।