তালা প্রতিনিধি : উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে তালা-শালিখা রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে জমজমাট ভাবে বালির ব্যবসা করা হচ্ছে। রাস্তা ছাড়াও স্কুলের খেলার মাঠের কিছু অংশ বালি ব্যবসার জন্য দখল করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ পিচের রাস্তা ও খেলার মাঠ দখল করে বালির ব্যবসা করলেও বিষয়টি প্রশাসনের নজরে না আসায় মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীমন্তকাঠি গ্রামের মৃত. জোনাব মোড়লের ছেলে বাবলু মোড়ল জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত। সেই সুযোগে সিলেট এবং কুষ্টিয়া থেকে ট্রাক ট্রাক বালি এনে বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ এবং তালা-শালিখা সড়কের পিচের রাস্তার একাংশ দখল করে নিয়ে সেখানে বালির পাহাড় (!) বানিয়েছে। প্রায় ২ মাস ধরে বালি ব্যবসার সাইনবোর্ড তুলে এখানে জমজমাট ব্যবসা চলছে। এতে রাস্তা ও খেলার মাঠ বন্ধ হয়ে যাওয়াসহ বাতাশে বালি উড়ে এসে পথচারীদের চোখে-মুখে যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দখলের ফলে রাস্তা ছোট হয়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। জনভোগান্তি সৃষ্টির ফলে স্থানীয়রা রাস্তা দখল করে বালির ব্যবসার প্রতিবাদ করলেও তাতে কোনও লাভ হয়নি। উল্টো প্রতিবাদকারীদের হুমকি দেয়া হয়েছে। যে কারনে রাস্তা ও খেলার মাঠ দখল মুক্ত করাসহ রাস্তার উপর থেকে বালির পাহাড় অপসারনের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।