রাখাইনে নতুনভাবে ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার (২৩ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবি ও ভিডিও।
সংগঠনটির ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান জানান, শুক্রবার রাতেও রাখাইনের উত্তরাঞ্চলে জ্বালাও-পোড়াও চালানোর অন্তত তিনটি ভিডিও হাতে পেয়েছেন তারা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে অ্যামনেস্টি জানায়, এর সাথে সেনা সদস্যরাই জড়িত। কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্পষ্ট কোন প্রমাণ নেই সংগঠনটির হাতে।
তিরানা আরও বলেন, ৪ লাখ ২৯ হাজার রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করেই ক্ষান্ত হয়নি সু চি প্রশাসন। তাদের ঘর-বাড়ি নিশ্চিহ্ন করে ফিরে আসার পথও বন্ধ করে দিচ্ছে। গেলো সপ্তাহেও রাখাইনের ৮০টি এলাকায় বড় ধরনের অগ্নিসংযোগের প্রমাণ সামনে আনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।