বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বামনডাঙ্গা, চাম্পাখালী, ডুমুরপোতা, গোয়ালডাঙ্গা, ফকরাবাদ (পশ্চিম), ফকরাবাদ (পশ্চিম-নতুন), ফকরাবাদ (পূর্ব), বুড়িয়া, মাদিয়া, হেতাইলবুনিয়া, হেতাইলবুনিয়া পূর্ব পাড়া, বাইনতলা (দক্ষিন), বাইনতলা (স্কুলবাড়ী), বাইনতলা (মধ্যম পাড়া), বড়দল বাজার, বড়দল (মধ্যম), বড়দল (দক্ষিন), বড়দল শিববাড়ী, পাঁচপোতা, পাঁচপোতা (দক্ষিন) স্বার্বজনীন দুর্গাপূজা মন্দিরে মোট ২০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সোমবার দেবীর বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ ২৬ সেপ্টেম্বর মহাষন্ঠীতে শারদীয় দুর্গাদেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তার মাধ্যমে মূল পূজা শুরু হবে। এরপর ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্ঠমী, ২৯ সেপ্টেম্বর মহানবমী ৩০ সেপ্টেম্বর বিজয় দশমী ও যাত্রামঙ্গল অনুষ্ঠিত হবে। দিন ভারি থাকায় ১ম সেপ্টেম্বর প্রতিমা বিষার্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে। সরকারী ভাবে প্রত্যেক পূজা মন্ডপের জন্য আধা টন চাউল কমিটি সভাপতি/সেক্রেটারীর হাতে তুলে দেওয়া হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলা প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।