নলতা প্রতিনিধি : ২০১৭ সালে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। সততা ও কর্মনিষ্ঠার সাথে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বলে জানা গেছে। তিনি সরকারের সকল কার্যক্রম ও সেবাকে মানুষের দোঁড় গোড়ায় পৌঁছানোর সর্বাত্বক চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যেই তিনি সাতক্ষীরার সর্বস্তরের মানুষের কাছে সৎ, কর্তব্যপরায়ণ ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আর তার এ বহুমুখী গুণের জন্য তিনি এ বছর খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনিত হন।
এদিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ যুগোপযোগী নানামূখী কর্মতৎপরতার জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনিত হওয়ায় উভয় গুণি ব্যক্তিকে সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। নলতা শরীফ প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি দাতারা হলেন- সভাপতি ও সখিপুরের খানবাহাদুর আহছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সম্পাদক শিক্ষক শেখ আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কর্মকর্তা মো. তরিকুল ইসলাম লাভলু, শরিফুজ্জামান, আল-মামুন, মো. হাফিজুর রহমান, কে এম রেজাউল করিম প্রমূখ।
পূর্ববর্তী পোস্ট