দক্ষিণ আফ্রিকায় একদমই সুবিধা করতে পারছে না বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর চলমান দ্বিতীয় টেস্টে আরো ভয়াবহ অবস্থা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে চারিদিক সমালোচনামুখর। তবে সবকিছু ছাপিয়ে দুই টেস্টেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের টসে জিতে বোলিং নেবার সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। পাশাপাশি মুশফিকুর রহিমের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। সংবাদ সম্মেলনে এসে উল্টা হতাশা প্রকাশ করে মুশফিকের করা মন্তব্যকেও অধিনায়কসুলভ নয় বলে জানিয়েছেন অনেকেই। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের তথ্যমতে টাইগারদের পরিবর্তি টেস্ট সিরিজে হয়তো অধিনায়ক মুশফিককে দেখা যাবে না।
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের পরবর্তি টেস্ট সিরিজ। ইতোমধ্যে সেই টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে বিকল্প কাউকে ভাবা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। সেই পরিচালক জানিয়েছেন, ‘আমরা মুশফিকের বিকল্প ভাবতে শুরু করেছি। টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর কিছু বক্তব্য গ্রহণযোগ্য নয়। অনেক সিদ্ধান্তও ভুল হচ্ছে।’