কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলায় ১২টি কেন্দ্রে ৫ম শ্রেণির সমাপনি মডেল টেস্ট পরীক্ষায় ১৯ শত পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। রবিবার প্রথম দিন ১১টায় শুরু হয়ে বেলা ১.৩০টা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপী ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিকের সঠিক নেতৃত্বে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে প্রাথমিক সমাপনির মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে প্রশ্ন ও পরীক্ষার সুব্যবস্থা করা হয়েছে। সেই সাথে প্রতিটা কেন্দ্রে কোন প্রকার ব্যক্তিপ্রভাব না পড়ে সে ব্যপারেও মনিটরিং ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সকল বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দায়িক্ত পালন করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদগাহ সরকারী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন ও মনজুরুল আলম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসুদ আনোয়ার মিলন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক কেএম রেজাউল করিম, ইউপি সদস্য আরতী রানী, হল সুপার পরিতোষ কুমার পাল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক প্রমূখ।
পূর্ববর্তী পোস্ট