এশিয়া কাপ হকি ২০১৭’র সেরা বাংলাদেশি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরহাদ আহমেদ সিটুল। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এই পুরষ্কার দিয়েছে।
রবিবার টুর্নামেন্টের ফাইনালের দিন বাংলাদেশি খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরাম।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে। দেশের সিনিয়র কয়েকজন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত জুড়ি বোর্ড এ সেরা খেলোয়াড় নির্বাচন করেন।
দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। আর এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে বিএসপিএ শুরু থেকেই উদ্যোগী ছিল। তারই অংশ হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে ‘হকি স্টারস: ১৯৮৫ ও ২০১৭’ শীর্ষক একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটি।