দেশে মাথাপিছু আয় এবং মোট অভ্যন্তরীণ আয় (জিডিপি) বেড়েছে ২০১৬-২০১৭ অর্থবছরে। মন্ত্রিসভা বৈঠকে গতকাল এমন তথ্যই তুলে ধরা হয়েছে মন্ত্রণালয় ও দফতরসমূহের ২০১৬-২০১৭ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে।
বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৬-২০১৭ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তুলে ধরে জানানো হয়েছে, ২০১৬-২০১৭ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় বেড়ে ১৬০২ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আগের বছর এটি ছিল ১৪৬৫ মার্কিন ডলার। একইভাবে গত অর্থবছরে জিডিপি বেড়ে হয়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। আগে এটি ছিল ৭ দশমিক ১১ শতাংশ। আর গত অর্থবছরে জনশক্তি রফতানি হয়েছে আট লাখ ৯৪ হাজার ৫৪ জন। তবে জনশক্তি রফতানি গত বছরের চেয়ে ৩০ শতাংশ বৃদ্ধি পেলেও রেমিটেন্স কমেছে ১৪ দশমিক ৪৮ শতাংশ। এই অর্থবছরে রফতানি আয় বেড়েছে ৩৪ দশমিক ৮৪৬৮ বিলিয়ন ডলার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গম, ভুট্টা, আলু, পিয়াজ, শাক-সবজি, দুধ, ডিম, মাংসের উৎপাদন আগের চেয়ে বেড়েছে। আর ২০১৬-২০১৭ অর্থবছরে দেশে বিদ্যুৎ বিতরণ লাইন দেওয়া হয়েছে ৪৪ হাজার ৪৫৭ কিলোমিটার।