কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ৪ দলীয় নক-আউট লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টায় সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে কালিগঞ্জ উপজেলার উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার হাজিপুর ইয়াং স্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল নির্ধারিত সময় গোল করতে পারায় খেলাটি অমিমাংশিত অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ৩-১ গোলে হাজিপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবল আলম বাবলু, সহকারী ছিলেন রফিকুল ইসলাম, সুকুমার দাশ বাচ্চু ও আব্দুস সামাদ। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মাদ বিশ্বাসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য ডা. আব্দুল কাদের প্রমুখ। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সদস্য আহম্মাদ আলী গাজী।
কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের খেলায় উত্তরশ্রীপুর জয়ী
পূর্ববর্তী পোস্ট