দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা রিসোর্স সেন্টারের নামজ ঘর, সীমানা প্রাচীর, সৌন্দর্যবর্ধক আলোক সজ্জা, ফুল বাগান ও মোটরসাইকেল স্টান্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১টায় উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উক্ত উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই। বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা ইসরাইল হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আশোক বরণ রায়, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুল হক প্রমূখ। এসময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমউল্লাহ, গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই মন্ডল, দক্ষিণ নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান, মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজ হাসান, আঁতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন মন্ডল, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেকুর রহমান, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক আব্দুল আজিজ ও শিক্ষিকা স্বপ্না পারভীন এবং খোদেজা পারভীন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক।
দেবহাটা রিসোর্স সেন্টারের সৌন্দর্যবর্ধন কাজ উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট