শ্যামনগর প্রতিনিধি : নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে পল্লী কর্ম-গহায়ক ফাউন্ডেশন (পিকেএগএফ) এর অর্থায়নে এনজিএফ এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলার নকিপুর গরকারী এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরসহ শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আন্তঃ কুইজ প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান ও নকিপুর গরকারী এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেন। বিতর্ক প্রতিযোগতিায় প্রধান বিচারক এর দ্বায়িত্ব পালন করেন শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফারুখ, এনজিএফ এর পরিচালক (মাইক্রো ক্রেডিট) আলমগীর কবির, নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, হেড এ্যাডমিন হুমাইরা লুৎফি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরদার জিয়া উদ্দিন।
পূর্ববর্তী পোস্ট