ক্রিকেট মানেই রেকর্ড। ক্রিকেট মাঠে খেলোয়াড়রা রেকর্ড গড়বে, আবার পরবর্তিতে সেই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়া হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু এরই মাঝে ২২ গজের ক্রিজে এমন কিছু ঘটনা ঘটে যা সত্যিই বিরল। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলাদের ক্রিকেটে উদ্বোধনী ম্যাচ। নাগাল্যান্ড ও মণিপুরের সেই ম্যাচে ১৩৬টি ওয়াইড বল গুণতে হয়েছে আম্পায়ারকে।
মণিপুর ৯৪টি ওয়াইড বল করেছে ম্যাচে। অর্থাৎ, ১৫.৪ ওভার অতিরিক্ত করেছে তারা। অন্যদিকে, নাগাল্যান্ড করেছে ৪২টি। অর্থাৎ, ৭ ওভার বাড়তি করা হয়েছে।
ধানবাদে বুধবার সীমিত ওভারের ম্যাচে নাগাল্যান্ড ১১৭ রানে হারিয়েছে মণিপুরকে। তবে জয়কে ছাপিয়ে দু’দলের অতিরিক্তর সংখ্যাই শিরোনামে উঠে এসেছে।