পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনি, সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, ছাত্রলীগনেতা রাফেজ উদ্দীন, আবীর আক্তার আকাশ, রাশেদুজ্জামান রাসেল, হুসাইন আহম্মেদ রানা, বিপ্লব মন্ডল, রাজেস সরদার, জাফরুল বাবু, ধর্মেন্দ্র সরকার, সৌরভ গাইন, সুমন আহম্মেদ, চন্দন সরকার, ইমরান হোসেন, তানভীর আহম্মেদ, মেহেদী হাসান নান্টু, অনিক মন্ডল, নাহিন, রাকেশ মন্ডল, সৈকত, রায়হান, মধু ও পল্লব। অনুরূপভাবে জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। বক্তব্য রাখেন, পৌর আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, শ্রমিক লীগের পৌর সভাপতি শেখ হারুন অর রশিদ হিরো, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার বাবলু, বাবুল হাসান, সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক শ্রমিক নেতা শেখ মিথুন মধু, মাহফুজুর রহমান, আবুল কালাম, আমিনুল ইসলাম, আব্দুল মজিদ ও জীবন কিশোর রায়।
পূর্ববর্তী পোস্ট