বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে কাঁকড়া চাষ বিষয়ক ৭দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনি আত্মকর্ম সংস্থান জোরদারকরণ প্রকল্পের আওতায় ৭দিনের এ প্রশিক্ষণের আয়োজন করেছে। স্থানীয় ৪০ জন কাঁকড়া চাষীর অংশ গ্রহণে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার বিল্লাল হোসেন, এনজিও ট্রেইনার জহির আলিম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট