নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে বৃহঃবার বেলা ১১টায় ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ বলেন, শিশুদেরকে ভালভাবে গড়তে পারলে, একটি ভাল জাতি উপহার দেওয়া সম্ভব। আধুনিক যুগে তাদেরকে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারিপার্শ্বিক শিক্ষা দিতে হবে। তাদেরকে স্কুলে একটি ভাল পরিবেশ দিতে হবে। শিশুদেরকে ধর্মীয় শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, সংগীত চর্চা, ছবি অংকন, বিতর্ক বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে হবে। আর এ বিষয়ে আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল শিশুদের জন্য সেগুলোর ব্যবস্থা করে নজির রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি এভাবে এগিয়ে গেলে অতি দ্রুত জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুলে পরিনত হবে। অধ্যক্ষ তোফায়েল আহমেদ আরো বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এজন্য তাদের দক্ষতা ও প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীরা অবশ্যই ভাল ফলাফল অর্জন করবে বলে আমার বিশ্বাস।
সিনিয়র সহ-শিক্ষক আবু ফরহাদের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি পুরস্কার প্রাপ্ত মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলাম, স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজ, স্কুলের উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক শিউলী সরকার ও আনারুল ইসলাম, ৫ম শ্রেণির ছাত্র প্রিতম স্বর্ণকার ও অভিভাবক মহাদেব স্বর্ণকার। এসময় স্কুলের শিক্ষক শাহানারা খাতুন, নাদিরা সুলতানা, রাশিদা খাতুন, আব্দুল কাইয়ুম, তাপস কুমার পাল, হাফিজুল ইসলামসহ দোয়া প্রার্থী ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নলতায় আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলে দোয়ানুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট