জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে আজ মঙ্গলবার অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছে তারই দল ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি।
মুগাবের বিরুদ্ধে স্ত্রী গ্রেস মুগাবেকে অন্যায়ভাবে জিম্বাবুয়ের সাংবিধানিক ক্ষমতায় যাবার প্রচেষ্টার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
ক্ষমতাসীন দলের নেতা এমআংগওয়ানা বলেন, অভিসংশনের প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই দিনের মতো লাগতে পারে। বুধবারের মধ্যেই মুগাবের বিদায় নিশ্চিত করা যাবে।
পদত্যাগের জন্য মুগাবেকে জানু-পিএফ পার্টি ২৪ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল তা সোমবার শেষ হয়।
দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বরখাস্ত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়া খুব দ্রুতই দেশে ফেরত আসবেন।
৯৩ বছর বয়সী রবার্ট মুগাবের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্যে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তার স্ত্রী গ্রেস মুগাবে এবং এমনাঙ্গাগওয়া। মুগাবে এমনাঙ্গাগ-ওয়াকে পদচ্যুত করেন। এরপরই গত সপ্তাহে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সূত্র : বিবিসি