মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্ত্রী ও সন্তানদের মধ্যে হাট বাজারের ইজারালদ্ধ আয়ের ৪./. অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীন দেশের মাটি মুক্তিযোদ্ধাদের অবদান। মুক্তিযোদ্ধারা ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এদেশ উপহার দিয়েছেন। এদশে টিকিয়ে রাখা নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দীক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি। সদর উপজেলার ১শ’ ৯৮ জন বীর মুক্তিযোদ্ধা, স্ত্রী ও সন্তানদের মধ্যে হাট বাজারের ইজারালদ্ধ আয়ের ৪./. ২ লক্ষ ১৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ।
পূর্ববর্তী পোস্ট