দুই শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের হরিয়ানার কথিত ধর্মগুরু রাম রহিম বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন। কিন্তু তাকে গ্রেফতার করার পর হরিয়ানার পঞ্চকুলা ও সিরসা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত পঞ্চকুলা এলাকা আগুনে পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বুধবার হরিয়ানার আদালতে হানিপ্রীত সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। সেখানেই ওই দাবি করেছে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল।
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে রাম রহিম সিংকে ২৫ আগস্ট গ্রেফতারের পর উত্তাল হয়ে ওঠে হরিয়ানার পাঁচকুলা ও সিরসা। এরপরই তাঁর শিষ্য ও অনুসারীরা অবরোধ ও হাঙ্গামা শুরু করে। সংঘর্ষের ফলে হরিয়ানা ও পাঞ্জাব মিলিয়ে ৪১ জন প্রাণ হারায়।
অভিযোগপত্রে যাদের নাম আছে তাঁরা প্রত্যেকেই হানিপ্রীতকে ডেরা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। তাঁকে আশ্রয়ও দিয়েছিলেন। হানিপ্রীতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ ।
তাঁকে গ্রেফতার করার জন্য পাঞ্জাব ও হরিয়ানা পুলিশ আড়াই মাস ধরে তল্লাশি চালায়। পরে তাঁকে গ্রেফতার করা হয় ।