জ্বলছে। আগামী কয়েকদিন আরও জ্বলবে। এ জ্বালা দর্শকরা আরও ত্বরান্বিত করতে পারেন। তারা ইচ্ছা করলে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, আবার তারাই জল ঢেলে নিভিয়ে দিতে পারেন। বলছি, মালেক আফসারী পরিচালিত ‘অন্তরজ্বালা’ ছবির কথা। পরীমণি ও জায়েদ খান অভিনীত এ ছবিটি বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘অন্তরজ্বালা’। এছাড়া দিন দিন চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশাও বাড়ছে ছবিটি ঘিরে। এ বছর বেশ কয়েকটি ছবি সাফল্যের শীর্ষ বিন্দু ছুঁয়েছে। আর কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই বছরের শেষে ফিল্মপাড়ার লোকজনও মুখিয়ে আছেন এ ছবিটির দিকে।
অন্যদিকে, ছবিটির অভিনেত্রী পরীমণিরও যেন তর সইছে না। অপেক্ষার প্রহর গুনছেন কখন মুক্তি পাবে ছবিটি। কারণ এতে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন বলে তিনি জানালেন। পরীমণি বলেন, সত্যি সত্যি আমার অন্তর জ্বলছে। অপেক্ষায় আছি কখন বড় পর্দায় উঠবে।বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।
এদিকে, মুক্তির আগেই রেকর্ডসংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে ছবিটি। অন্তরজ্বালা ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করেছেন পরিচালক নিজেই। মালেক আফসারী জানান, এই হল সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে, ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন জায়েদ খান। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যে জুটিবদ্ধ হয়েছেন তারা। তাই এই ছবিটি জায়েদ-পরী রসায়নের ‘এসিড টেস্ট’ বলে মনে করছেন কেউ কেউ। অপেক্ষা করছেন দর্শকরা এ জুটিকে কীভাবে গ্রহণ করেন। এখন দেখার পালা সত্যি সত্যি তারা অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে কতটা আগুন জ্বালাতে পারেন?