এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে সুমাইয়া সুলতানা (১৬) নামের স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে ও শাহানা সুলতানা বীথি (১৪) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। অপর দিকে রাজিয়া সুলতানা মুন্নী (৩৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার সদরের নাজিমগঞ্জ বাজারে অবস্থিত যমুনা ক্লিনিকের পরিচালক মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলামের (৪৫) স্ত্রী ৪ সন্তানের জননী রাজিয়া সুলতানা মুন্নী পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ৮ টার দিকে বিষপান করে। বিষয়টি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্ত্তিকরে সেখানে অবস্থার আবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূ রাজিয়া সুলতানা মুন্নীর ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে ছোট মেয়ের বয়স ৬ বলে জানা গেছে। এদিকে নিহত গৃহবধূর পিতা উপজেলার মৌতলা গ্রামের শেখ মোয়াজ্জেম হোসেন বাবু বাদী হয়ে জামাতা শরিফুল ইসলাম ও তার ক্লিনিকের এক নার্সসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মামলা নং-১০, তারিখ: ২২/১০১/৬ । মামলার অভিযোগে তিনি জামাতা শরিফুল ইসলামের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি ও ক্লিনিকের এক নার্সের সাথে পরকিয়ার কারণেই রাজিয়া সুলতানা মুন্নীকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছেন। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অমল কুমার রায় গৃহবধূ রাজিয়া সুলতানা মুন্নীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা রমজান আলী শনিবার সন্ধ্যা ৭টার দিকে যমুনা ক্লিনিকে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি ছনকা গ্রামের শেখ আব্দুল হাকিমের ছেলে শেখ সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে। এদিকে নিহত গৃহবধূর ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় মৌতলা পুরাতন বাজার খোলা বেনে পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। অপরদিকে উপজেলার বাজারগ্রামের আব্দুল আজিজের মেয়ে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়ির আড়ার সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শাহানা সুলতানা বীথি গত ১৭ অক্টোবর তুচ্ছ পারিবারিক কলহে বিষপান করে। তাকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে গেলে শুক্রবার তার মৃত্যু হয়।