প্রেস বিজ্ঞপ্তি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই সাথে এ দেশের দামাল সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রেখে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। সেই বীরমুক্তিযোদ্ধাদের সাতক্ষীরার মুখপত্র হিসাবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার ও ডেপুটি কমান্ডারের জন্য মহান বিজয় দিবসের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজের অনুষ্ঠানে সংরক্ষিত আসন দুটির জন্য লিখিত কাগজ দুটি স্থানীয় সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহম্মেদ রবি ছিড়ে ফেলেন এবং কেন এদু’টি আসন সংরক্ষিত হয়েছে মর্মে গোস্যা প্রকাশসহ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় জেলার সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এব্যাপারে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের মধ্যে এমপি রবি সাহেবের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপনের জন্য দেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার মোঃ মোশাররফ হোসেন মশু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট