নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ছয় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে এক মাসের ছুটিতে বাড়ি আসা মুক্তামণির খোঁজ খবর নিতে তার বাড়িতে ফুল ও ফল নিয়ে গেলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গলবার দুপুরে তিনি সদর উপজেলার কামারবায়সা গ্রামে মুক্তামণির বাড়িতে যান। এ সময় তিনি মুক্তামণির সাথে কথা বলেন এবং তার খোঁজ খবর নেন। এমপি রবি এ সময় বলেন, বিরল রোগে আক্রান্ত মুক্তা মনি সম্পূর্ণ সুস্থ হয়নি। যান্ত্রিক যন্ত্রণার শহর আর চা দেয়ালে দীর্ঘ ৬ মাস কাটনোর জন্য মুক্তা মনির মন খারাপ হওয়ায় ডাক্তাররা ১ মাসের জন্য তাকে বাড়ি পাঠিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার বাতিঘর জননেত্রী শেখ হাসিনা সব সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মুক্তা মনির চিকিৎসার ব্যয় বহন ও খোঁজ-খবর নিয়েছেন।
মুক্তামণি এমপি রবিকে দাদু বলে ডাকে। সে বলে দাদু আপনি আমাকে ঢাকার হাসপাতালে দেখতে গিয়েছিলেন। আবার আমার বাড়িতে কষ্ট করে এসেছেন। দাদু আপনি খুব ভালো। আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ্য হতে পারি। আমার গ্রামের মানুষ ও সাতক্ষীরার মানুষেরা খুবই ভালো তারা আমার জন্য অনেক কষ্ট করেছে। এসময় এলাকার মানুষ মুক্তামণির বাড়ির সামনের রাস্তা সংস্কারের দাবি করলে তাৎক্ষণিকভাবে দ্রুত এ রাস্তা সংস্কার করা হবে বলে জানান এমপি রবি। পরে মুক্তামণির পিতা ইব্রাহীম হোসেন ও মাতা আসমা খাতুনের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ ’লীগের সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, বাঁশদহ ইউনিয়ন আ ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, নারী নেত্রী মনোয়ারা খাতুনসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।