মাহফিজুল ইসলাম আককাজ : “পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক রওশন আরা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক (সিসি) ডা. জি.এম মুজিবুর রহমান, সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, সহকারী কমিশনার আসফিয়া সিরাত, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. লিপিকা বিশ^াস, মেডিকেল অফিসার ডা. অসিত কুমার স্বর্ণকার, মেডিকেল অফিসার ডা. রনজিৎ কুমার রায়, মেডিকেল অফিসার ডা. প্রবীর মুখার্জী, মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার, মেডিকেল অফিসার ডা. জয়ব্রত ঘোষ, মেডিকেল অফিসার ডা. পলাশ দত্ত, মেডিকেল অফিসার ডা. মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রতিপাদ্য উপাস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান। আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ হতে ৪ জানুয়ারী ২০১৮ পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহ চলবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কালিগজ্ঞ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।