নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার একাদশ জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় সহ-সভাপতি মুনতাহা বিনতে নূর। বক্তব্য রাখেন যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অর্নব দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রমৈত্রীর যুগ্ম আহবায়ক প্রনয় সরকার, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক পলাশ দাশ, জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক অম্বিক মন্ডল, সাবেক ছাত্রনেতা শরিফুল্লাহ কায়সার সুমন। জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডলের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন কৃষক নেতা আব্দুল জলিল মোড়ল, জেলা যুব মৈত্রীর সহ-সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মিজানুর রহমান, যুবনেতা সুব্রত সরকার, দিপংকর মন্ডল, নয়ন মন্ডল, কৃষক নেতা হিরন্ময় মন্ডল, নারী মুক্তি সংসদের নেত্রী আমিনা বিলকিস ময়না প্রমুখ। সম্মেলনে প্রনয় সরকারকে সভাপতি, অদিতি আদৃতা সৃষ্টিকে সাধারণ সম্পাদক ও দেবাশীষ সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা বলেন, ছাত্রমৈত্রীর ইতিহাস বিপ্লবের ইতিহাস, রক্তের ইতিহাস। ছাত্রমৈত্রী বাংলাদেশে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনের অন্যতম পথিকৃত। সাতক্ষীরার কৃতি সন্তান শহীদ রিমুর রক্তেস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রী আগামী দিনে সাতক্ষীরাতে প্রথা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পূর্ববর্তী পোস্ট