ক্রমশই সহিংস হয়ে উঠছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার পর্যন্ত বিক্ষোভে সহিংসতার মাত্রা বেড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। অপরদিকে বিক্ষোভকারীদের হামলায় নিহত হয় দেশটির একজন পুলিশ সদস্য। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে হতাহতের এই তথ্য প্রকাশ করা হয়।
এ ব্যাপারে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সশস্ত্র বিক্ষোভকারীরা থানায় ও সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করেছে। রাজধানী তেহরানে এনগালেব স্কয়ারের পাশে ছোট গ্রুপে বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ টেয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
অন্যদিকে দেশটির আধা-সরকারি গণমাধ্যম মেহর জানিয়েছে, নাজাফাবাদ শহরে একজন পুলিশ কর্মকর্তা ও তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বিক্ষোভ দমনে অন্তত ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা