নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আলীপুর স্থগিত ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচনী গণসংযোগকালে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় বিএনপি প্রার্থীর এক কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হলেন, আলীপুর গ্রামের মাদ্রসা শিক্ষক মুজিবর রহমান (৫৫)। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী গণসংযোগকালে আলীপুর থেকে মাহমুদপুর গ্রামে যাওয়ার সময় পথিমধ্যে মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার গণসংযোগে থাকা মুজিবর রহমানের মটর সাইকেলটি গতিরোধ করে আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মশিউর রহমান ময়ূর ও তার কর্মী-সমর্থকরা। পরে তারা তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনা জানার ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার এসআই আব্দুল মমিন। বিএনপি প্রার্থী আব্দুর রউফ আরো জানান, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মশিউর রহমান ময়ূর মাসুদুর রহমান বাপ্পি নামে তার একজন কর্মীকে ব্লেড দিয়ে মাথার চুল কেটে মাথায় ক্ষত করে হাসপাতালে ভর্তি করে পাল্টা তার ও তার কর্মী সমর্থকদের ( বিএনপি প্রাথী ও তার কর্মী-সমর্থকদের) নামে মামলা করার পায়তারা চালাচ্ছেন। এদিকে, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু জানান, মাহমুদপুর গ্রামের হাফিজুর রহমান বাবলুর ছেলে মাসুদুর রহমান বাপ্পি নির্বাচনী গনসংযোগে অংশ নিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মশিউর রহমান ময়ূরের বাড়ীতে যাওয়ার পথিমধ্যে বিএনপি প্রার্থীর ৫/৬জন কর্মী-সমর্থক তার উপর আতর্কিতভাবে হামলা চালায়। এতে বাপ্পি আহত হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী পোস্ট