শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়ার ছোট কুপট ক্লাব হাট মোড় বাজার সংলগ্ন নতুন নতুন দোকান তৈরি করায় ব্যবসা জমে উঠেছে। মাত্র কয়েক মাসে মোল্লাপাড়া, বাদুড়িয়া, ছোটকুপট, চরের বিলসহ কয়েকটি গ্রামের শতশত লোক এ বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী প্রত্যহ ক্রয় বিক্রয় করছে। ছোট কুপট গ্রামের আঃ মান্নান গাজীর পুত্র আবু ইসহাক জানান, রেকর্ডীয় জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে তিনিও একাধিক দোকান ঘর তৈরি করতে উদ্যোগী হয়েছেন। এ বাজারে দোকান পাট বেশী হলে, লোক জনের সরগরম হবে। অথচ বাজারটি দ্রুত উন্নতির দিকে উঠতে থাকলে একশ্রেণির লোক এর তীব্র বিরোধীতা করছে। রেকর্ডীয় জমিতে দোকান পাট স্থাপন করতে থাকলেও খাস জমি/খালের সরকারি জমি বলে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। বাজারটি লোকালয়ে হওয়ার কারনে পরিবহন খরচ ছাড়াই ক্রেতা বিক্রেতা দ্রব্যাদী সহজেই কিনতে বেঁচতে পারছে। ফলে সময় ও অর্থ অপচয় রোধ হচ্ছে। রেকর্ডীয় জমির মালিক হাজী আঃ সামাদ গাজী, ইব্রাহিম গাজীর পুত্র সাহবাজ গাজী, আঃ মান্নান গাজী ও আঃ ওয়াহেদ এর ওয়ারেশগণ আটুলিয়া মৌজার জমিতে বৈধভাবে দোকান পার্ট স্থাপন করলে হাটবাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কেননা হাটবাহার সংলগ্ন তাদের জমি থাকায় এলাকাবাসী এ প্রত্যাশা ব্যক্ত করেন। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, প্রায় এই হাট দিয়ে ইউনিয়ন পরিষদে যাই, অতি তাড়াতাড়ি বাজারটি যথেষ্ট উন্নতি হয়েছে, বাজারের উন্নতিতে প্রতিবন্ধকতা ব্যক্তিদেরকে চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগ সভাপতি হাবিবুর রহমান হাবু জানান, এ হাট বাজার এলাকার মানুষের চাহিদার প্রতিফলন হয়েছে।
পূর্ববর্তী পোস্ট