রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কয়েক দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, বোমা বিস্ফোরণে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ভিতরে মারা যাওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।
এ ঘটনায় ওই বাড়ির মালিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ দিকে সকাল ৭টার দিকে নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে পৌঁছেছে।
পশ্চিম নাখালপাড়ার যে ছয়তলা বাড়িটি ঘিরে এই অভিযান চলছে, সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব বেশি দূরে নয়।