শ্যামনগর ব্যুরো : বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন বিষয়ক কার্যক্রমকে মানুষের মধ্যে তুলে ধরবার লক্ষ্য নিয়ে সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলা উপজেলায় তিনদিনের উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। একইভাবে সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ মেলার সূচনা হয়। বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন বিষয়ক উন্নয়ন মেলা উপজেলা পরিষদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯:১৫ মিনিটে এ উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মুলক, সরকারি মহসিন কলেজের সভাপতি তন্ময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু,মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ,২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আরো বলেন দেশের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, রূপকল্প বাস্তবায়ন ও মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য বাংলাদেশকে আর ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ক্রমাগত উন্নয়ন আর সমৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে অল্প দিনের মধ্যেই দেশ পূর্ণাঙ্গ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি বিভাগ ও বেসরকারি সংস্থার ৩৬ টি স্টল স্থাপন করা হয়েছে। ওইসব স্টলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যানার, ফেস্টুন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরা হয়েছে।এছাড়া মেলা উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
শ্যামনগরে উন্নয়ন মেলার উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট