নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে খুলনা রোড মোড় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি কাজী রিয়াজের সভাপতিত্বে ও জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির লস্কর শেলীর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কশেম, সদর জাসদের আহবায়ক আশরাফ কামাল, শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বিমল মন্ডল, দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আশাশুনি উপজেলা জাসদের সভাপতি জুলফিকার আলী, কেন্দ্রীয় যুবজোট নেতা সুবোল বাইন, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা জাসদের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদর শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ আবু সেলিম, সদর জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, সাতক্ষীরা জাসদের ছাত্রলীগের সভাপতি অনুপম কুমার অনুপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধিরাজ মোহন সরকার প্রমুখ। এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া ও বিএনপির নের্তৃত্বে বাংলাদেশের উপর সশস্ত্র আক্রমণ পরিচালনাকারী জঙ্গিরা দেশে শান্তি ও উন্নয়নের ধারা নষ্ট করছে। জঙ্গী দমনে ১৪ দল ও মহাজোট সরকার প্রসাশনিক পদক্ষেপ গ্রহণ করেছে, পাশাপাশি ১৪ দল এদের চিরতরে নির্মুল করতে রাজপথে সংগ্রাম পরিচালনা করছে। তার বিপরীতে গণতন্ত্রের পথ ত্যাগ করে বেগম খালেদা জিয়া ও বিএনপি তাদের লেলিয়ে দেওয়া জঙ্গীদের রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশ ও জনগনের উপর পাল্টা হামলার অপচেষ্টা করছে। দেশে দূর্নীতি ও বৈষম্যের অবসান করতে এবং সুশাসন সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে শান্তি ও উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য জঙ্গী নির্মূলের পাশাপাশি এখনই জঙ্গী-সঙ্গী, বেগম খালেদা জিয়া ও বিএনপিকে বর্জন ও বিচারের দাবি জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট