কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন তালা- কলারোয়া ১ আসনের সংসদ সদস্য এ্যাডভকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কাজিরহাটে অবস্থিত বেগম রোকেয়া এডাস স্কুলের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকারের শত ভাগ প্রাথমিক শিক্ষাকে কার্যকার করার যে অঙ্গীকার করেছেন তারই, ধারাবাহিগতায় বাস্তবরুপ দেওয়ার অঙ্গীকার করেন। এরপর তিনি কাজিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনে যান বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার বিদ্যালয়ে একটি ভবনের জন্য দাবি জানান, মাননীয় এমপি মহদয় সকলের দাবির প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব তিনি স্কুলের ভবনটি তৈরিতে সহযোগিতায় করবেন বলে জানান। হেলাতলা ইউনিয়নে অবস্থিত কে,এইচ,কে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে পৌছালে স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা ফুল ছিটিয়ে বরন করেন সংসদ সদস্য এ্যাডভকেট মোস্তফা লুৎফুল্যাহ এমপিকে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মেসেজিং কমিটির সভাপতি উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি তালা- কলারোয়া এমপি মহদয় মোস্তফা লুৎফুল্যাহকে ফুলের তোরাদিয়ে বরণ করেন, এবং তিনি এমপি মহদয়ের নিকট স্কুলের ভবনের জন্য দাবি জানান। এমপি স্কুলের ভবন ও অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। এসম উপস্থিত ছিলেন কাজিরহাট বেগম রোকেয়া এর্ডাস স্কুলের সভাপতি বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার আঃ রশিদ আ,লীগনেতা সরদার আব্দুর রউপ, কাজিরহাট ডিগ্রি কলেজের পিরিন্সিপাল এস,এম শহিদুল আলম,ইংরেজি প্রভাষক ইদ্রিস আলী, বেগম রোকেয়া এর্ডাস স্কুলের শিক্ষক কবির উদ্দিন বিশ্বাস,বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সামছুল হক,হাসান সাহারিয়ার সুমন মহাসিন আলী,কাজিরহাট হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম কেরালকাতা ইউনিয়ন আ,লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান বিশিষ্ট ব্যাবসায়ী আইয়ূব আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন এবং প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী-অভিভাবকবুন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়ায় মুস্তফা লুৎফুল্লাহ এমপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
পূর্ববর্তী পোস্ট