ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিম বুধবার রাতে বাজারে দোকানের ভিতরে সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ায় দোকান পাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় মৌতলা বাজারের সকল কার্যক্রম বন্ধরেখে স্থানীয় দোকানদাররা সহ ইউনিয়নের সাধারণ জনগণ ইউপি সদস্যর উপর হামলা কারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য মৌতলা বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। উল্লেখ্য বুধবার দিবাগত রাত ৯ টার দিকে মৌতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। জানাযায়, মৌতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও মীর জিয়াউর রহমানের ছেলে সালমান রহমান ডালিম বুধবার রাত ৯ টার দিকে মৌতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জনৈক শহিদ আলীর ওষুধের দোকানে সামনে পৌছালে হঠাৎ একদল সন্ত্রাসী তাকে ধাওয়া করে। এসময় তিনি দৌঁড়ে বাজারে অবস্থিত দাদা ভাইয়ের গার্মেন্টসের দোকানে আশ্রয় নেন। সন্ত্রাসীরা ওই দোকানে প্রবেশ করে শার্টার বন্ধ করে দিয়ে রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে সালমান রহমান ডালিমের মাথা ফাঁটিয়ে দেয়। সন্ত্রাসীদের হামলায় ওই দোকানে অবস্থানরত দাদা ভাইয়ের ছেলে সাগর হোসেনও (২৮) আহত হন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধ হয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা ছয়টি মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ইউপি সদস্য ডালিমকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে উন্নত চিকিৎসার জন তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
কালিগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পূর্ববর্তী পোস্ট