নিজস্ব প্রতিবেদক: ‘মানবতার সেবায় রেড ক্রিসেন্ট’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুঃস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের শহিদ নাজমুল সরণিস্থ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘রেড ক্রিসেন্ট আত্মমানবতার সেবায় সর্বদা কাজ করে থাকে। সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদস্য অধ্যক্ষ আবু আহমেদ, মো. আসাদুজ্জামান বাবু, এস.এম শওকত হোসেন, শাহাজাহান আলী, মো. আব্দুল মান্নান, শেখ আব্দুর রশিদ, রাশিদুজ্জামান রাশি ও ইউনিট অফিসার জিয়াউল আনসারসহ সদস্যবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক শরিফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ। এসময় ৩শ’ ৪০টি দুঃস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ
পূর্ববর্তী পোস্ট