নিজস্ব প্রতিবেদক: শিশুকাল থেকে ছাত্র-ছাত্রীদের গণতন্ত্র চর্চাও নেতৃত্বদানে উৎসাহ করার জন্য সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে বিদ্যালয় ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণির ছাত্রী ফরিহাম আবাচ্ছুম জানায়,কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই শন্তিপূর্ণভাবে ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে জয়যুক্ত করেছে। নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৩০ ভোট প্রদান করে। নির্বাচনে আব্দুল রহমান ১৬৩ ভোট, খুকুমনি ১৫২ ভোট, জয়ন্ত সরদার ১৪৮ ভোট, নিশান তাসমিম ১১৭ ভোট, অনিক সরকার ১০৭ ভোট, প্রিয়ন্তি সিংহ ১০৫ ভোট, জিৎ ১০১ ভোট পেয়ে জয়লাভ করে।
ফরিহাম আবাচ্ছুম আরও জানায়, ভোট কেন্দ্র পরিদর্শক করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌরাঙ্গ গাইন। নির্বাচনের বিষয় তদারকি ও গণনার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী। আগামি সাতদিনের মধ্যে প্রথম অধিবেশনের মাধ্যমে সকলের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে নির্বাচন কমিশনার জানান।
সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
পূর্ববর্তী পোস্ট