স্পোর্টস ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শিনা চৌহান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উপস্থাপনা করে আলোচনায় উঠে আসেন। বিপিএলের দ্বিতীয় আসরেও শিনা চৌহান উপস্থাপনা করেছিলেন। তৃতীয় আসরে অনুপস্থিত থাকলেও এবারের চতুর্থ আসরে আবারও বিপিএল উপস্থাপনা করতে যাচ্ছেন শিনা চৌহান। এমনটিই জানিয়েছেন চ্যানেল নাইনের অনুষ্ঠান-প্রধান তানভীর খান।
আগামী ৪ নভেম্বর থেকে বিপিএলের চতুর্থ আসর শুরু হবে। শিনা চৌহান ছাড়াও এ আসরে উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। বিপিএলের তৃতীয় আসরেও আমব্রিন উপস্থাপন করেছিলেন। তখন তাঁর সঙ্গে উপস্থাপনায় ছিলেন কলকাতার আরেক জনপ্রিয় উপস্থাপক পামেলা। এবার আর পামেলা থাকছেন না।
এদিকে শিনা চৌহানের টানা পাঁচ বছর বিপিএলে উপস্থাপনা করার কথা ছিল। চ্যানেল নাইনের সঙ্গে সেই চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু চুক্তির কিছু শর্ত পালন না করায় বিপিএলের তৃতীয় আসর থেকে বাদ পরেছিলেন শিনা। আবারও অনেক যাচাই-বাছাই করার পর শিনাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল নাইন কর্তৃপক্ষ।
২০১৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন শিনা চৌহান।