দেবহাটা ব্যুরো : দেবহাটায় খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ছিল বিজিবির টহল ও আঃলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক অবস্থান। বুধবার রাতে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে বলে জানা গেছে। আটককৃতরা হলো উপজেলার ঘলঘলিয়া গ্রামের ফজলু সরদারের ছেলে রবিউল ইসলাম (২৮), আশকারপুর গ্রামের মৃত শহিদুল্লাহ গাজীর ছেলে আবু জাফর (৪৮) ও গোপাখালী রহিমপুর গ্রামের আবুল কালামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৯)। এই রায়কে ঘিরে যেকোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলা এলাকায় দেবহাটা থানা পুলিশ নিরবিছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বৃহষ্পতিবার সকাল থেকে কালীগঞ্জ সার্কেল এএসপি মির্জা সালাউদ্দীন, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, ওসি (তদন্ত) শরিফুল ইসলামের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া উপজেলার পারুলিয়া, কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, টাউনশ্রীপুর, দেবহাটা সদর সহ বিভিন্ন এলাকায় আঃলীগের সর্বস্তুরের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। পারুলিয়াতে উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে আঃলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীরহাটে নওয়াপাড়া ইউনিয়ন আঃলীগ সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, মমিন গাজী প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি বিভিন্ন এলাকায় গিয়ে নেতাকর্মীদের সাথে বিভিন্ন সভায় যোগদান করেন। ওসি কাজী কামাল জানান, উপজেলার সকল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কাজ উল্লেখ করে তিনি বলেন, সকল এলাকায় পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।