আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান-করা হয়েছে। গতকাল আশাশুনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরামের ভাইস চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি রিফাত আমিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এবং আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ফোরামের ভাইস চেয়ারম্যান প্রফেসর মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আব্দুর রব ওয়ার্চ্ছি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে ২০১৫ সালের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ জনকে ৬০০ টাকা করে, এ গ্রেড প্রাপ্ত ৩০ জনকে ৫০০ টাকা করে ও বি গ্রেড প্রাপ্ত ১৩২ জনকে ৪০০ টাকা করে বৃত্তি এবং সনদপত্র প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট