নলতা প্রতিনিধি : পাঠ্য বইয়ের বাইরে প্রকৃতি ও বাস্তবতার শিক্ষাও ব্যাপক। যে শিক্ষা মানুষকে সঠিকভাবে গড়ে উঠতে সহায়তা করে। মানুষের অন্তরচক্ষুর উন্মোচন ঘটায়। নিজের দেশ সম্পর্কে জানতে শেখায়। এমনই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে শত শত শিক্ষার্থী ও অভিভাকদেরকে সাথে নিয়ে শিক্ষা সফর করেছে কালিগঞ্জের নলতা মানিকতলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুল। স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের দিকনির্দেশনায় এবং উপাধ্যক্ষ শাহিনুর রহমানের নেতৃত্বে ব্যাপকভাবে আয়োজন ছিল সুন্দরবন ভ্রমনের। বৃহস্পতিবার ভ্রমনের দিন সকাল থেকে আনন্দে উৎফুল্লতায় ভরে ওঠে স্কুল ক্যাম্পাস। শিশু ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্ত-কর্মচারীসহ প্রায় ১শত ৬০জনকে সাথে নিয়ে বেলা ১০টায় নলতা থেকে রওনা হয় ভ্রমণ বাস। শ্যামনগরের নীলডুমুর থেকে ৩টি ট্রলার যোগে ভ্রমন হয় নদী পথের। এখান থেকে শিক্ষার্থীরা বঙ্গোপসাগরের ব্যাপকতা শিখতে পারে। এবং দর্শন পায় বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। সাগর পাড়ি দিয়ে সুন্দরবনের কলাগাছিতে পৌছিয়ে তারা মিশে যায় সুন্দরবনের সৌন্দর্যের সাথে। সেখান থেকে দুপুরের খাওয়ার শেষে আবারও সুবিশাল নদী পথ যাত্রায় তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশের। সন্ধ্যায় আবারও ফিরে এসে মিলিত হয় স্কুল প্রাঙ্গনে। সেখানে ছাত্রছাত্রীরা বাজি ফুটিয়ে আর নাচগানে মেতে ওঠে আনন্দে। এসকল কার্যক্রম সফল করতে স্কুলের শিক্ষক আবু ফরহাদ, আনারুল ইসলাম, তাপস কুমার পাল, হাফিজুল ইসলামের সরব কর্মদক্ষতা মুগ্ধ করে কর্তৃপক্ষকে। সাথে শামীম, মনিরুল, নজরুল সহ অনেকেরই দায়িত্বপালন ছিল লক্ষনীয়। এজন্য সর্বশেষে প্রতিষ্ঠানের পরিচালক এসকল শিক্ষক ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নলতায় আহছানিয়া দরবেশ আলী স্কুলের সুন্দরবন ভ্রমণ
পূর্ববর্তী পোস্ট