নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে ১২লক্ষ ১৫হাজার ৮৮৮ টাকা এবং হাট ইজারা থেকে পাওয়া ৩৭লক্ষ ২৮হাজার ৭২৩টাকা মোট ৪৯লক্ষ ৪৪হাজার ৬১১ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় রোববার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান আব্দুল আলিম নাশকতা মামলায় পলাতক থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু এ ঘটনায় রবিবার বিকেলে জরুরী সভার আহ্বান করেন। সভায় চেয়ারম্যান আব্দুল আলিমের দুর্নীতি তুলে ধরেন ইউপি সদস্যরা। তবে ইউপি সচিব আব্দুর রাজ্জাক তথ্য না দিয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে পালিয়ে যান। এসময় ইউপি সচিব আব্দুর রাজ্জাকের ব্যবহৃত ফোনটিও বন্ধ রাখেন। এছাড়া চেয়ারম্যানের দুর্নীতির পক্ষের কয়েকজন সদস্য সভায় উপস্থিত ছিলেন না। আলিম চেয়ারম্যানের দুর্নীতি ফাস হওয়ায় এলাকাবাসি দুর্নীতি কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লাবসা ইউপিতে হরিলুট: জরুরি সভা
পূর্ববর্তী পোস্ট