ভারতের ত্রিপুরা বিধানসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বর্তমান শাসকদল বামফ্রন্ট ও বিজেপি’র মধ্যে। গত ১৮ ফেব্রুয়ারি রাজ্যটির ৬০ আসনের মধ্যে ভোট হয় ৫৯ আসনে। কঠোর নিরাপত্তার মধ্যে শনিবার সকাল আটটায় শুরু হয়েছে ভোট গণনা। এর মধ্যে বামেরা এগিয়ে রয়েছে ২৭ আসনে, বিজেপি ও ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) জোট এগিয়ে রয়েছে ২২ টি আসনে। এছাড়া ২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
ত্রিপুরার পাশাপাশি ভোট গণনা চলছে উত্তরপূর্ব ভারতের আরও দুই রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ে। গত ২৭ ফেব্রুয়ারি এই দুই রাজ্যে ভোট গ্রহণ হয়। দুই রাজ্যেই ৬০ আসনের মধ্যে ভোট হয়েছে ৫৯ আসনে।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ধনপুর কেন্দ্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি প্রার্থীর চেয়ে সামান্য কিছু ভোটে এগিয়ে রয়েছেন।
নাগাল্যান্ডে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী নেইফিউ রিও’এর নেতৃত্বাধীন ন্যাাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টি (এনডিপিপি) ও বিজেপি জোট ২৫ টি আসনে এগিয়ে রয়েছে। রাজ্যটির শাসক দল নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট (এনপিএফ) এগিয়ে রয়েছে ২২ আসনে।
কংগ্রেস শাসিত মেঘালয়ে এখনও পর্যন্ত কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫ টি আসনে। পি.এ.সাংমা’র দল ন্যাশনাল পিপল’স পার্টি (এনপিপি) ৬ এবং বিজেপি ২ আসনে এগিয়ে রয়েছে।
আজ বিকালের মধ্যেই তিনটি রাজ্যেই ভোটের ফলাফলের ছবিটা পরিস্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।