পশ্চিমা আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। ছয় হামলাকারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে।
গতকাল শুক্রবার দেশটির রাজধানী ওয়াগাদুগুতে সামরিক সদরদপ্তর ও ফরাসি দূতাবাসে হামলার ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছেই হামলার ঘটনা ঘটেছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত এবং ৬ জন আহত হয়েছে।
দূতাবাসে চার হামলাকারী এবং সদরদপ্তরে দুই হামলাকারী নিহত হয়েছে। দুটি স্থানে একইসঙ্গে গুলি চালানো হয় এবং বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।