নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তির ভোগ দখলীয় জমি দখলের জন্য পায়তারা চালাচ্ছে একটি মহল। তিনি শহরের রইচপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
সূত্র জানায়, পলাশপোল মৌজাধীন ডিএস ১৯৯৪নং খতিয়ানে ১২৮০ দাগে ১২ একর ৩৭ শতক জমি রেকর্ডীয় প্রজা আব্দুল হাইখাঁ ও তাহার দুই পুত্র আব্দুল ওহাব ও আব্দুল আহাদ খাঁ এর নিকট হইতে দেওয়ানী ৪৮/৪৭ নং মোকদ্দমায় সোলে সূত্রে আতিয়ার রহমান প্রাপ্ত হয়ে খাসে সত্ববান থাকা কালিন এক পুত্র আব্দুল কুদ্দুস ও এক কন্যা ঝর্না খাতুন কে রেখে মারা যান। অতপর তারা দুজন বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ-১ আদালতে দেওয়ানী ১৫/১৬ নং মোকদ্দমা দাখিল করে পরিচালনা করে আসছে। উক্ত মোকদ্দমা বিবাদী পক্ষ আব্দুল কাদের খান দিং তাদের দাবীর পোষকে জাল নামপত্তন ১/৮৩-৮৪ ও ১/৮৪-৮৫ নং নামপত্তন ও খাজনা দাখিলা দাখিল করায় বিজ্ঞ সাবজজ তাদের কাগজপত্র সেফ কাস্টডিতে নিয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া উক্ত একই জমি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১৮৬৫/১৫ নং রিট পিটিশন দাখিল করেন। ইহা খারিজ হয়ে গেলে উক্ত আদেশের বিরুদ্ধে ৩০০২/১৭ নং লিভ টু আপিল দাখিল করে। যা বিচারাধীন আছে। এ ছাড়া একই জমি নিয়ে সরকার পক্ষ ৪৬/১১ নং সিভিল আপিল দায়ের করলে উক্ত মোকদ্দমায় আব্দুল কুদ্দুস দিং বিবাদী শ্রেণিভুক্ত হয়েছে।
এদিকে উক্ত সম্পত্তি দখল নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে একটি মহল। জমিতে দখলে থাকা আব্দুল কুদ্দুস কে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী।
সাতক্ষীরায় আ’লীগ নেতার দখলীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট