নিজস্ব প্রতিবেদক : দুর্ঘটনা রোধে সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্যোগে পুলিশের গাড়ির হেড লাইটের উপরের অংশে কালো কালির প্রলেপ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলয়ের সামনে পুলিশের কয়েটি গাড়ির হেড লাইটে কালো কালির প্রলেপ দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
এসময় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, রাতের বেলায় গাড়ীর হেড লাইটের আপার ডিপারের কারণে আলোর ঝলকানি অন্য ড্রাইভারের চোখে লেগে দুর্ঘটনায় প্রতিত হয়। এই দুর্ঘটনা থেকে বাঁচাতে এবং জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশের গাড়িতে কালো প্রলোপ দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাক্রমে জেলার সকল মোটর সাইসেল এবং সকল ধরনের যানবনের হেড লাইটে এই কালো কালির প্রলেপ দেওয়া হবে।
তিনি আরো বলেন, জেলার মটর সাইকেলসহ অন্যান্য সব ধরনের যানবাহন ব্যবহার কারিদেরকে বলার আগেই পুলিশের গাড়ির হেড লাইটের উপরের অংশে কালো কালির প্রলেপ দেওয়া শুরু করা হয়েছে যাতে তা দেখে অন্যরা সচেতন হয়। এতে চালকরা নিজেদের উদ্যোগে তাদের স্ব-স্ব যানবাহনের হেড লাইটের উপরের অংশে কালো কালির প্রলেপ দিয়ে নিবে। এজন্য কারোর উপর কোন ধরনের প্রেসার দেয়ার প্রয়োজন পড়বে না বলে আমি আশা করি। তিনি দুর্ঘটনা রোধে এব্যপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল হক, সহকারি পুলিশ সুপার সদর মোঃ হুমায়ুন কবির, বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমূখ।
দুর্ঘটনা রোধে সাতক্ষীরা পুলিশ সুপারের ব্যাতিক্রমী উদ্যোগ
পূর্ববর্তী পোস্ট