মাষ্টার মফিজুর রহমান: সদর উপজেলার ছয়ঘরিয়া কোরআনিয়া মক্তব প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাহফিল কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অাবু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. শরিফুজ্জামান ময়না, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটু, সাংবাদিক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ।
উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অন্ধ হাফেজ মো. কামরুজ্জামান, মেহেরপুর। প্রধান বক্তা ছিলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।