নিজস্ব প্রতিবেদক : আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোর পূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। লাঠি আর কুড়ালের মহড়া দিয়ে জমি দখল চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শহরের রসুলপুর এলাকায়। এঘটনার প্রেক্ষিতে গত শনিবার সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এঘটনায় ভুক্তভোগীর পক্ষে সম্পত্তির কেয়াকেটার ইলিয়াস হোসেন বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
মামলা সূত্রে জানাগেছে, রসুলপুর মৌজায় এস এ ২৩৪ নং খতিয়ানে লিখিত ২৩৭ দাগে ০.৩২ একর সম্পত্তি পারিবারিক আপোষ এওয়াজে দীর্ঘদিন ভোগদখলে আছেন মৃত শফি খানের ছেলে একরামুল কবির খান। এঅবস্থায় একরামুল কবির খান রসুলপুর এলাকার মৃত মুনছুর আলীর ছেলে ইলিয়াস হোসেনের কাছে ৫ বছর মেয়াদী লিজ ডিড প্রদান করেন। সে অনুযায়ী ইলিয়ান হোসেন উক্ত সম্পত্তিতে ধানসহ অন্যফসল আবাদ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিলে।
এদিকে সম্পূর্ণ জোরপূর্বক ও সন্ত্রাসী কায়দায় উক্ত সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য গত ৫ মার্চ সকালে ১৫/২০ সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তি থাকা সাইনবোর্ড ভাংচুর করে উক্ত সম্পত্তি দখলের চেষ্টা করেন। এঘটনা জানতে পেরে ইলিয়াস হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে দখলকাজে বাঁধা দেন। সে সময় তারা উক্ত সম্পত্তি দখল করতে না পেরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ইলিয়াস হোসেন বাদী হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উভয় পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজার রাখতে সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দেন।
জানা গেছে, জমি দখল নেওয়ার জন্য হাসিনা খানম ও নুরুজ্জামান সরদার নামে দুই জন কে জমি জমিতে বসানোর চেষ্টা করেন শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গেলেও জমিতে অবৈধ নির্মান কাজে সম্পৃক্ত ব্যক্তিরা জানায়, এই জমির মালিক শাহাবুদ্দিন সাহেব। খোঁজ খবর নিয়ে জানা গেছে শাহাবুদ্দিন একজন সরকারি কর্মকর্তা। জমি দখলের জন্য দুই নারি-পুরুষকে তিনিই বসানোর চেষ্টা করেন।
অপরদিকে উক্ত সম্পত্তি নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি প্রাণ সায়ের এলাকার মৃত শফি খানের ছেলে একরামুল কবির খান বাদি হয়ে সদর সহকারী জর্জ আদালত সাতক্ষীরায় একটি মামলা করেন যার মামলা নং-৩১/২০১৮।
ভূক্তভোগীরা জানায়, মামলা চলাকালিন সময়ে অবৈধ ভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিতে চাষকৃত ধান নষ্ট করে, সাইনবোর্ড গুড়িয়ে দিয়ে উক্ত জমি দখক করে ঘরবাড়ি নির্মানের চেষ্টা করছে একটি মহল।
এদিকে, জমিতে কর্মরত শ্রমিকদের কাছে জানতে চাই তারা জানান, জমি দখল করা হচ্ছে না। এটা শাহাবুদ্দিন সাহেবের জমি। তবে শাহাবুদ্দিন নামে ঐ ব্যক্তির সাথে যোগাযোগ কারার জন্য শ্রমিকেরা একটি ফোন নাম্বার দিলেও সেই নাম্বারে একাধিক বার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয় নি।
এব্যাপারে ভূক্তভোগী জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।
আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমি দখলে চেষ্টা!
পূর্ববর্তী পোস্ট